ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আরাকান আর্মির শীর্ষ নেতা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৬:৫০ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডা. রেনিন সোয়ে ওরফে রেনেজু মারমাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাকে বুধবার বিকেলে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতে তোলা হলে রাজস্থলী থানা পুলিশ তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালত।

রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদ উল্ল্যাহ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার মধ্যরাতে পরিচালিত অভিযানে রাজস্থলীর বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর নামক এলাকার আদর্শ নতুনপাড়া থেকে আরাকান আর্মি নেতা রেনিন সোয়েকে গ্রেফতার করে যৌথবাহিনী। গ্রেফতারের পর তাকে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতে হাজির করে রাজস্থলী থানা পুলিশ।

রাজস্থলী থানা পুলিশের ওসি অহিদ উল্ল্যাহ সরকার এর আগে তার বিরুদ্ধে দুটি মামলা করে। দুটি মামলার প্রধান আসামি আরাকান আর্মি নেতা রেনিন সোয়ে এতদিন পলাতক ছিলেন।

২৬ আগস্ট রাতে তার রাঙামাটির রাজস্থলীর সুরম্য বাড়ি ঘিরে যৌথবাহিনী পরিচালিত অভিযানের আগে থেকে পলাতক এই মিয়ানমার বিদ্রোহী নেতা প্রথমে মিয়ানমার এবং পরে ভারতের দিল্লীতে গিয়ে অবস্থান করছিলেন বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানান তিনি।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/বিএ