ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে সৌরভের পরিবারের ধন্যবাদ

প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৪ অক্টোবর ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিশু সৌরভকে গুলি করার ঘটনায় গ্রেফতার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান সৌরভের মা-বাবাসহ স্বজনরা। বুধবার রাতে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে জাগো নিউজকে দেয়া এক প্রতিক্রিয়ায় এ দাবি জানান তারা। সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আহত সৌরভের মা সেলিনা বেগম ও বাবা সাজু মিয়া।

সেলিনা ও সাজু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দুঃখ কষ্ট বুঝেছেন। নিজ দলের এমপি হলেও তাকে ছাড় দেননি। অমানবিক এ ঘটনায় লিটনের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমনটাই আশা করছেন তারা।

প্রসঙ্গত, বুধবার রাত ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে এমপি লিটনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।

শিশু সৌরভ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর দিন সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

জিতু কবীর/বিএ

আরও পড়ুন