ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নরসিংদীতে একদিনে করোনা আক্রান্ত ১৫ জন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:৫২ পিএম, ১৫ এপ্রিল ২০২০

নরসিংদীতে প্রতিদিনই আশংকাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দুই দিনে এই জেলার ২৩ জন রোগী আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫ উপজেলায় নতুন করে আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪৩ জন আক্রান্ত হলো। বুধবার দুপুরে নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদরের ৪ জন, শিবপুরের ৭ জন, পলাশের ১ জন, রায়পুরায় ১ জন ও মনোহরদী উপজেলার ২ জন রয়েছেন।

জানা যায়, নরসিংদী জেলায় এখন পর্যন্ত ডাক্তার ও সাংবাদিকসহ ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার ৯১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্যে ১৫ জনের রিপোর্ট পজিটিভ আসে।

নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন জানান, নরসিংদী সদর উপজেলায় মোট ২০ জন, রায়পুরায় ৬ জন, পলাশে ৩ জন, শিবপুরে ৮ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৪ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ২৭১ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর’এ পাঠানো হয়েছে। যার মধ্যে ৪৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপিত আইসোলেশনে রাখা হয়েছে।

সঞ্জিত সাহা/এফএ/এমকেএইচ