ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খাবার নিয়ে চিন্তা কর‌বেন না, ঘ‌রে ঘরে পৌঁছে দেব : এম‌পি শাওন

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৫ এপ্রিল ২০২০

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ব‌লে‌ছেন, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দেশনা মে‌নে চলুন। ঘ‌রে থাকুন, খাবার নি‌য়ে চিন্তা কর‌বেন না। আপনা‌দের ঘ‌রে ঘ‌রে খাবার পৌঁ‌ছে দেব আমরা।

বুধবার (১৫ এপ্রিল) দুপু‌রে ভোলার লাল‌মোহন উপ‌জেলার ধলীগৌর নগর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় এসব কথা বলেন তিনি। সামা‌জিক দূরত্ব বজায় রে‌খে ওই ইউ‌নিয়নের ৩৬০ জে‌লে‌র মা‌ঝে ৮০ কে‌জি ক‌রে ২৮ টন ৮০০ কে‌জি ভিজিএফের চাল বিতরণ করা হয়।

bhola

নুরুন্নবী চৌধুরী শাওন ব‌লেন, ক‌রোনাভাইরাস প্র‌তি‌রো‌ধে সবাইকে স‌চেতন হ‌তে হ‌বে। পর্যায়ক্রমে লালমোহন উপজেলার সব জেলের মাঝে চাল বিতরণ করা হবে। কেউ বঞ্চিত হবেন না।

এ সময় উপস্থিত ছিলেন ধলীগৌর নগর ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহীন আহমেদ জুয়েল প্রমুখ।

জু‌য়েল সাহা বিকাশ/এএম/জেআইএম