ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুষ্টিয়ায় মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য আটক

প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ অক্টোবর ২০১৫

কুষ্টিয়ায় দুটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সক্রিয় পাঁচজন সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুরে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পে প্রেস বিফ্রিংয়ে অধিনায়ক মেজর মোকাদ্দেস ইবনে মুজিব জানান, মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, শহরের কালিশঙ্করপুরের গিয়াস উদ্দিন খাঁর ছেলে আব্দুর রশিদ (৩৩), আড়ুয়াপাড়ার মৃত শেখ আহমেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৫২), বারখাদা ত্রীমোহনীর তোজাম্মেল হকের ছেলে রাশেদুল ইসলাম রাশেদ (৩২), জুগিয়া কদমতলার আনোয়ারুল মালিথার ছেলে মাসুম মালিথা (৪৬) ও জুগিয়া স্কুলপাড়ার মৃত মোসলেম উদ্দিনের ছেলে লোকমান হোসেন (৪৪)।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতা আটককৃত আব্দুর রশিদ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এনে বাকি ওই চারজনের সহযোগিতায় বিক্রি করে আসছিল। এছাড়াও আটকরা মোটরসাইকেলের ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন করে বিআরটিএর ভুয়া কাগজপত্র বানিয়ে সাধারণের কাছে বিক্রি করে প্রতারণা করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আল-মামুন সাগর/এমজেড/পিআর