ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে মেডিকেল কর্মকর্তাসহ আরও তিনজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০

জামালপুরে মেডিকেল কর্মকর্তাসহ আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ জন।

সোমবার (১৩ এপ্রিল) ইসলামপুর উপজেলার এক শিশু, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে রোববার এই তিনজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান।

জামালপুরের ডেপুটি সিভিল সার্জন শফিকুজ্জামান বলেন, ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১০ বছর বয়সী এক শিশু, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তাদের রিপোর্টে করোনা পজেটিভ আসে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা নিজের বাড়িতে অবস্থান করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়িচালক কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা আক্রান্ত শিশুর বাড়ি ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জোদ্দারপাড়া গ্রামে। করোনা ওই তিনজনকে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে আনতে মেডিকেল টিম ঘটনাস্থলে গেছে।

ডেপুটি সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জামালপুরে ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা রিপোর্টে ৪৮ জনের নেগেটিভ এবং তিনজনের পজেটিভ আসে। এ নিয়ে জামালপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১১ জনে দাঁড়াল।

এএম/জেআইএম