ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে যাত্রী পরিবহন

জেলা প্রতিনিধি | রাজশাহী | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২০

যানবাহন অপ্রতুলতায় বিভিন্ন সময় ব্যক্তিগত গাড়ি রিকুইজিশন করে মাঠে নামায় পুলিশ। স্টিকার লাগিয়ে এসব গাড়িতে টহল দেন পুলিশ সদস্যরা। চলমান করোনা পরিস্থিতিতে খোদ পুলিশের তল্লাশি চৌকি ভেদ করে এমনই একটি মাইক্রোবাস রাস্তায় চলাচল করছিল।

সোমবার ভোরে মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে ঢাকা থেকে রাজশাহী নগরীর নওদাপাড়া এলাকায় এসে ধরা পড়েছেন ১৩ জন। এ সময় দুই ট্রাক থেকে আরও ১১ জনকে নামানো হয়। তারাও সবাই ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করতেন। এই ২৪ জনের নাম-ঠিকানা, ছবি সংগ্রহ করে নিজ নিজ এলাকার থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ওই নির্দিষ্ট থানার পুলিশ তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করবে।

রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবিব) একটি দল এই অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেন।

পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ৩টার দিকে নওদাপাড়ায় পাঁচজনকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক পুলিশ সদস্য। সন্দেহ হলে তাদের জিজ্ঞাসা করেন তিনি। তখন জানতে পারেন এরা ঢাকা থেকে ট্রাকযোগে রাজশাহী এসেছেন। এর কয়েক মিনিট পর আরেকটি ট্রাক আসে একই রাস্তা দিয়ে। সেটি থেকে আরও ছয়জনকে নামানো হয়। তারাও ট্রাকযোগে রাজশাহী আসেন।

এর কিছুক্ষণ পর একটি মাইক্রোবাস আসে। এই গাড়ির সামনে স্টিকার দিয়ে লেখা ‘পুলিশ’। গাড়ি থামিয়ে দেখা যায় ভেতরে ১৩ জন সাধারণ নারী-পুরুষ। সবাই ঢাকা থেকে এসেছেন। সবার পরিচয় নিশ্চিত হয়ে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করে এলাকায় পাঠানো হয়।

নগর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান বলেন, ২৪ জনকে আটকের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে সিদ্ধান্ত হয় তাদের নাম-পরিচয় রেখে নিজ নিজ থানার পুলিশকে অবহিত করা হবে। তারা অবহিত করে এভাবে সবাইকে ছেড়ে দিয়েছেন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/এমএস