ফরিদপুরের ২২৭ কয়েদির সাজা মওকুফের তালিকা ঢাকায়
সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন কারাভোগী, লঘু অপরাধে সাজাপ্রাপ্ত ও হাজতিদের তালিকা করে মুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় ফরিদপুর জেলা কারাগার থেকে ২২৭ জনের একটি তালিকা আইজি প্রিজনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ফরিদপুর জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আব্দুর রহিম বলেন, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে প্রতিটি কারাগার থেকে ছয় ক্যাটাগরির বন্দিদের একটি তালিকা চেয়ে পাঠানো হয়। সেই তালিকার ভিত্তিতে গত সপ্তাহে ফরিদপুর কারাগারে থাকা ২২৭ জনের তালিকা প্রস্তুত করে পাঠানো হয়েছে।
তিনি বলেন, রোববার (১২ এপ্রিল) পর্যন্ত এ ব্যাপারে নতুন করে কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফরিদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, তালিকা অনুযায়ী সাজার দুই তৃতীয়াংশ অতিক্রম করেছেন এমন হাজতি আছেন ১৬ জন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রয়েছেন ৭৭ জন। জামিনযোগ্য হাজতি আছেন ১৭ জন। সর্বোচ্চ এক বছর সাজাপ্রাপ্ত কয়েদি আছেন ১১৩ জন। সর্বোচ্চ ছয় মাস সাজাপ্রাপ্ত আছেন ৭৭ জন। এছাড়া ৪৬৯ ধারার (মানহানির উদ্দেশ্যে জালিয়াতি) আসামি আছেন চারজন।
বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ