ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘুরে বেড়ানোয় জামাইকে জরিমানা, শ্বশুরবাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৩ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের বাসাইলে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘোরাফেরার অপরাধে জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তার শ্বশুর বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়ার বাড়িটি লকডাউন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ জরিমানাসহ শ্বশুরবাড়িটি লকডাউনের নির্দেশ দেন।

জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) নাহিদ ইসলাম নামে এক ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে শ্বশুর আলম মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নাহিদ। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়। পরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

তথ্যটি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়িটি লকডাউন করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এফএ/জেআইএম