ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ী‌তে আই‌সো‌লেশ‌নে ৬ জন

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাস স‌ন্দে‌হে রাজবাড়ীর পাঁচ উপ‌জেলা থে‌কে ৬৪ জ‌নের নমুনা ঢাকায় পাঠানোর পর ৫ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছিল শনিবার। ওইদিন রাত থেকেই ১০ দিনের লকডাউনে আছে রাজবাড়ী। ওই ৬৪ জনের নমুনার মধ্যে এখন পর্যন্ত ২৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ৬ জন‌কে রাজবাড়ীতে আই‌সো‌লেশন ইউ‌নি‌টে রাখা হ‌য়ে‌ছে।

‌সোমবার (১৩ এ‌প্রিল) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে রাজবাড়ীর সি‌ভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত ক‌রেন।

রোববার রাজবাড়ী জেলা ১০ দি‌নের জন্য লকডাউন ঘোষণা করা হ‌য়। শনিবার দিনগত রাত ১২ থেকে লকডাউন কার্যকর হয়। লকডাউ‌নের আজ দ্বিতীয় দিন অ‌তিবা‌হিত হ‌চ্ছে। আক্রান্ত ব্য‌ক্তিরা সবাই রাজবাড়ী সদর উপ‌জেলার।

সূত্র জানায়, রাজবাড়ী সদর হাসপাতালের আই‌সো‌লেশন ইউ‌নি‌টে ৫ জন ও পাংশা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ১ জন‌সহ মোট ৬ জনকে আই‌সো‌লেশন ইউ‌নি‌টে রাখা হয়েছে।

রু‌বেল‌ুর রহমান/জেডএ/পিআর