ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শিবচরে চিকিৎসক করোনা আক্রান্ত, ডক্টরস কোয়ার্টার লকডাউন

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১২ এপ্রিল ২০২০

মাদারীপুরের শিবচরে করোনা শনাক্ত হওয়া ৩ জনের মধ্যে এক চিকিৎসককে ঢাকায় ও অপর ২ জনকে মাদারীপুর আইসোলেশনে নেয়া হয়েছে। আক্রান্ত চিকিৎসককে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই চিকিৎসক শিবচর হাসপাতালের আরেক চিকিৎসকের স্বামী। তিনি নারায়ণগঞ্জে প্র‌্যাকটিস করেন বলে জানা গেছে।

এদিকে চিকিৎসক আক্রান্ত হওয়ায় তার অবস্থানরত ডক্টরস কোয়ার্টার লকডাউন করা হয়েছে। ওই কোয়ার্টারে আক্রান্তের পরিবারসহ আরও ২ চিকিৎসক দম্পতি ও ৩ চিকিৎসক পরিবারসহ বসবাস করেন। তারা সকলেই বর্তমানে অবরুদ্ধ হয়ে আছেন।

এছাড়া শিবচরের আক্রান্ত অন্য দু’জন নারায়ণগঞ্জ থেকে আগত। রাজৈর ও কালকিনির ওই দুই বাসিন্দাকে সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। এনিয়ে মাদারীপুরের মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, আক্রান্ত চিকিৎসককে ঢাকায় ও অন্য দু’জনকে মাদারীপুরে আইসোলেশনে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ডক্টরস কোয়ার্টারের নিচতলায় থাকা ওই চিকিৎসকের রিপোর্ট করোনা পজিটিভ আসায় ভবনটি লকডাউন করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/এমকেএইচ