ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যারা ত্রাণ পাননি আমাকে ফোন করুন

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১২ এপ্রিল ২০২০

নাটোরে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য নিজ উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মাদ শাহ রিয়াজ বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহণ করেছেন। নাটোর জেলার সব মানুষ যাতে এই খাদ্য সহায়তা পায় সেজন্য গঠন করেছেন বিশেষ কমিটি।

জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজ বলেন, নাটোরে এমন কিছু নিম্ন ও মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা করোনার প্রভাবে বাড়িতে অনেক কষ্টে দিন যাপন করছে। অনেকেই সম্মানের কথা ভেবে কারও কাছে নিজের দুঃখ-কষ্টের কথা বলতে পারছেন না। অথবা এমন দরিদ্র রয়েছেন যারা অনেক কষ্টে আছেন। কিন্তু কোনো খাদ্য সহায়তা পাচ্ছেন না। তাদের কথা চিন্তা করে নিজ উদ্যোগে বিশেষ খাদ্য সহায়তা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে সরকারি-বেসরকারি ব্যক্তিবর্গ রয়েছেন। যারা ত্রাণ পাননি, আমার কিংবা কমিটির লোকজনের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিশেষ ব্যবস্থায় আপনাদের খাদ্য সহায়তা দেয়া হবে। ফোন করলেই ঘরে ঘরে পৌঁছে দেব খাদ্যসামগ্রী।

ত্রাণের জন্য এসব মোবাইল নম্বরে যোগাযোগ করুন :

জেলা পর্যায়ের কমিটিতে রয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলাউদ্দিন আলী, মোবাইল নম্বর (০১৭১৭-০০৫৯৮৪), আব্দুর রাজ্জাক, মোবাইল নম্বর (০১৭৩৯-৭৮১৫২৯), সৈয়দ মোস্তাক আলী মুকুল, মোবাইল নম্বর (০১৭১১-২৮২৬৪৩), মনিমুল হক, মোবাইল নম্বর (০১৭২৬-৭২০৫৫১) নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার জন্য ওমর খৈয়াম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোবাইল নম্বর (০১৭১৯-৪৩৯৪৪৮), সিংড়া ও বাগাতিপাড়া উপজেলার জন্য আল আমিন সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোবাইল নম্বর (০১৭১৭-৫৬৬৪৩৫), গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলার জন্য আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মোবাইল নম্বর (০১৭১৬-০৫৮৫৯০) এবং লালপুর উপজেলার জন্য মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোবাইল নম্বর (০১৭৪৩-৩৫৫৩৯৬)।

কমিটির সদস্য নাটোর জেলা প্রশাসনের সাবেক প্রশাসনিক কর্মকর্তা মনিমুল হক বলেন, এটি জেলা প্রশাসকের একটি ব্যক্তিগত উদ্যোগ। যেসব ব্যক্তি কোনো সংস্থা, ব্যক্তি বা প্রতিষ্ঠন থেকে খাদ্য সহায়তা পাননি। আমরা সেসব মানুষকে খুঁজে বের করে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। অথবা এমন মানুষ রয়েছেন যারা নিজের সম্মানের কথা চিন্তা করে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে পারছেন না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেব। এটি ডিসির মহতী উদ্যোগ।

রেজাউল করিম রেজা/এএম/এমকেএইচ