ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাজারে টোল আদায় বন্ধ করলেন মেয়র

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে কেনাবেচার জন্য কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজার সরিয়ে ভোলা সরকারি স্কুল মাঠে বসানো হয়েছে। সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে ব্যবসায়ীতের কথা চিন্তা করে বাজারে টোল আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলেন ভোলা পৌরসভার মেয়র মো. মনিরুজ্জামান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে সরকারি স্কুল মাঠে বাজার পরিদর্শনকালে ব্যবসায়ীদের উদ্দেশ্যে এমন ঘোষণা দেন তিনি।

মেয়র মনিরুজ্জামান বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের মতো ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। এজন্য যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত টোল আদায় বন্ধ থাকবে।

তিনি বলেন, এতে ইজারাদারদের কোনো ক্ষতি হবে না। আমরা আবার যখন ইজারা দেব তখন এই দিনগুলো তাদের বাড়িয়ে দেব।

এদিকে, ভোলা পৌরসভার মেয়রের এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে সাধারণ ব্যবসায়ী ও ইজারাদারদের মনে। করোনা প্রতিরোধে সাধারণ ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তার কথা চিন্তা করে আগের স্থান থেকে সরিয়ে ভোলা সরকারি স্কুল মাঠে শনিবার বাজার বসানো হয়। বর্তমানে সরকারি মাঠে ১৫০-২০০ জন ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান নিয়ে বসেছেন।

জুয়েল সাহা বিকাশ/এএম/এমএস