ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাফনের পর স্বজনরা জানলেন করোনায় মৃত্যু

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১২ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের হাসপাতালে মারা যাওয়া মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে দাফন করা বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় তার মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার উপজেলার মান্দ্রা গ্রামে ওই ব্যক্তিকে (৭২) দাফন করা হয়। দাফনের আগে স্থানীয়দের সন্দেহের প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। রোববার সকালে ঢাকা থেকে জানানো হয় দাফন করা ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।

টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার বলেন, উপজেলার মান্দ্রা গ্রামের ওই ব্যক্তি নারায়ণগঞ্জে থাকতেন। তিনি গত শুক্রবার নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে অসুস্থ হয়ে মারা যান। পরে স্বজনরা টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামের বাড়িতে নিয়ে আসে বৃদ্ধের মরদেহ। গ্রামের বাড়িতে তার দাফনের প্রস্তুতি নেয়া হয়। এ সময় স্থানীয়দের সন্দেহের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। পরে সেখান থেকে জানানো হয় ওই ব্যক্তির করোনায় মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি যেহেতু করোনা আক্রান্ত ছিলের তাই তার সংস্পর্শে আশা সবার খোঁজখবর নিয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ