ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অ্যাম্বুলেন্সচালক করোনা আক্রান্ত, চিকিৎসকসহ ২৪ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০২০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. আসাদুজ্জামান জানান, সরকারি নির্দেশনা মানতে গত বুধবার অ্যাম্বুলেন্সচালকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষায় ওই চালকের শরীরে করোনা ভাইরাস পজিটিভ বলে নিশ্চিত করা হয়। তাই অ্যাম্বুলেন্স চালকের সংর্স্পশে আসা ইউএইচএফপিও ১ জন, ডেন্টাল সার্জন ১ জন, চিকিৎসক ৬ জন, চিকিৎসক সহকারী (স্যাকমো) ২ জন, ফার্মাসিস্ট ২ জন, ওর্য়াডবয় ১ জন, স্যানেটারি ইন্সেপেক্টর ১ জন, হেলথ ইন্সেপেক্টর ১ জন, সহকারী হেলথ ইন্সেপেক্টর ৪ জন, স্বাস্থ্য পরির্দশক ১ জন, অফিস সহকারী ৩ জন ও সিএইচসিপি ১ জনসহ মোট ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।

শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, চিকিৎসকসহ ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রোববার সকাল ৯টার মধ্যেই ময়মনসিংহ মেডিকেল কলেজে তা পাঠানো হবে। নমুনা সংগ্রহের পর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ইমরান হাসান রাব্বী/এফএ/জেআইএম