ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনায় পোশাককর্মীর মৃত্যু, ২৫ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০২০

পটুয়াখালীর দুমকি উপজেলায় পোশাককর্মী দুলাল চৌকিদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিনসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ২৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, পোশাককর্মী দুলাল চৌকিদার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত ব্যক্তির সংস্পর্শে আসায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহিন ও সদর উপজেলার স্বাস্থ্যকর্মী জাহিদুল ইসলামসহ ২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। মৃত ব্য‌ক্তির স্বজন ও আশপাশের নয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

প্রসঙ্গত, পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুলাল চৌকিদার (৩২) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় গ্রামের বাড়িতে মারা যান তিনি।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম