হবিগঞ্জের চার এলাকায় প্রবেশ নিষেধ
হবিগঞ্জ শহরের চার এলাকায় সব ধরনের যানবাহন ও জনসাধারণের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব এলাকা থেকে কেউ বের হতে এবং কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না।
রোগী পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন ও জনগণের চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
এতে বলা হয়, জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলাকাগুলো হলো ২৫০ শয্যা বিশিষ্ট সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত, কোর্ট মসজিদ রোড থেকে বেবিস্ট্যান্ড পর্যন্ত, জেলা পরিষদ অডিটোরিয়াম সংলগ্ন রাস্তা ও জালাল স্টেডিয়াম সংলগ্ন রাস্তা ও এর আশপাশের এলাকা। শনিবার দুপুর ২টা থেকে এ আদেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/জেআইএম