ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা নিয়ে টাঙ্গাইলে পালিয়ে গেলেন গার্মেন্টসকর্মী, গ্রাম লকডাউন

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০১:৫২ পিএম, ১১ এপ্রিল ২০২০

টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। এ ঘটনায় ওই ব্যক্তির গ্রাম লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত ওই ব্যক্তি পেশায় গার্মেন্টসকর্মী। তার বাড়ি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের গোড়ার দেউলী পশ্চিমপাড়া গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন ওই ব্যক্তি। কাজের সুবাধে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকাতে বসবাস করতেন। গাজীপুরে থাকা অবস্থায় কয়েকদিন আগে তিনি জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হলে আইইডিসিআরে তার নমুনা পরীক্ষা করান এতে তার করোনাভাইরাস ধরা পড়ে।

তিনি জানান, ওই ব্যক্তি বিষয়টি জানতে পেরে বুধবার নিজ বাড়ি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের গোড়ার দেউলি পশ্চিমপাড়া পালিয়ে এসে মোবাইল বন্ধ রেখে দেন। পরে বিষয়টি জানাজানি হলে তার খোঁজ নিয়ে বাড়ি থেকে তাকে উদ্ধার করে শুক্রবার (১০ এপ্রিল) রাতে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় গোড়ার দেউলী গ্রামকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে টাঙ্গাইলের বাসাইলে তাবলিগফেরত ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তাদেরকে বাসাইল ডিগ্রি কলেজে কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, তাবলিগ জামাতের তিনটি গ্রুপের ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কয়েকদিন আগে আরও তিনটি গ্রুপ তাবলিগ জামাত থেকে ফিরেছেন। তাদেরকেও হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, এ পর্যন্ত তাবলিগ জামাতের তিনটি গ্রুপের ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়াও সম্প্রতি আরও কোনো তাবলিগ জামাতের গ্রুপ ফিরেছেন কি-না বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। কেউ যদি হোম কোয়ারেন্টাইন না মানেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস