ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইজিবাইকের ব্যাটারির জন্য চালককে খুন

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ১০:১৫ এএম, ১১ এপ্রিল ২০২০

দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক চালক শহিদুল ইসলামকে (৩০) হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার দুইজন নিজেদের দোষ স্বীকার করে পুলিশের নিকট জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের এ সোনাহার পাড়ার আকবর আলীর ছেলে জুলফিকার আলম (২৩) ও একই ইউনিয়নের ওমরপাইল গ্রামের মমিনুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, শহিদুল ইসলামের ইজিবাইকের চারটি ব্যাটারি ২০ হাজার টাকায় অন্য এক লোকের কাছে বিক্রির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আটক দুইজন নিজেদের দোষ স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার অপর আসামি পলাতক রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস