ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এসআই করোনায় আক্রান্ত, থানায় যোগ দিল নতুন ৩৫ পুলিশ

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৯:২৪ এএম, ১১ এপ্রিল ২০২০

কিশোরগঞ্জের ভৈরব থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থানার ওসিসহ ৬৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৩ জনকে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়াম ভবনের রুমের কয়েকটি কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টান ও বাসায় থাকা ৩১ জনকে হোম কোয়ারেইন্টানে পাঠানো হয়।

থানার সব পুলিশ কোয়ারেন্টাইনে থাকায় এলাকার আইন-শৃঙঙ্খলা রক্ষার্থে চার এসআইসহ ৩৫ জন পুলিশ সদস্য শুক্রবার (১০ এপ্রিল) রাতে ভৈরব থানায় যোগদান করেছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশে নতুন পুলিশ সদস্যরা থানায় যোগদান করেছেন বলে জানান ভেরব থানার ওসি মো. শাহিন।

৬৪ জন পুলিশ ১৪ দিন কোয়ারেন্টোইনে থাকবেন। করোনায় আক্রান্ত পুলিশ কর্মকর্তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভৈরব থেকে করোনা সন্দেহে পাঁচ ব্যক্তির নমুনা পরীক্ষা করতে আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার দুপুরে পাঁচজনের মধ্য চারজনের পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলেও ওই পুলিশ কর্মকর্তার রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসার পর স্থানীয় প্রশাসনসহ ভৈরবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বিভাগে তোলপাড় শুরু হয়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশে থানার ৬৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

ভৈরব থানা পুলিশের পরিদর্শক ( তদন্ত) মো. বাহালুল খাঁন বাহার বলেন, কিশোরগঞ্জের দুইজন অতিরিক্ত পুলিশ সুপার রাতে ৩৫ জন নতুন পুলিশ নিয়ে থানায় আসেন এবং ঘটনার বিস্তারিত অবগত হন। থানার ওসি মো. শাহিন ও আমিসহ থানার ৬৪ জন পুলিশ কোয়ারেন্টাইনে চলে গেছি। এই অবস্থায় ভৈরবের আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন থেকে নতুন পুলিশ দেন থানায়। নতুন পুলিশ সদস্য রাত সাড়ে ৮টায় থানায় যোগদান করেছেন।

আসাদুজ্জামান ফারুক/আরএআর/এমএস