পণ্যবাহী ট্রাক-অ্যাম্বুলেন্সের সঙ্গে পারাপার হচ্ছে যাত্রী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী ট্রাকের পাশাপাশি পার হচ্ছে ছোট গাড়ি ও সাধারণ যাত্রী। করোনাভাইরাস সংক্রমণ রোধে এ নৌরুটে সাধারণ যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা গেছে।
জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী ট্রাক ছাড়া সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে ব্যক্তিগত ছোট গাড়ি, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সাধারণ যাত্রীরা পারাপার হচ্ছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়ায় জরুরি পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারে সীমিত আকারে কয়েকটি ফেরি চলাচল করছে। এর মধ্যে কিছু ছোট গাড়ি ও যাত্রী পারাপার হচ্ছে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস