ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাশের জেলায় করোনা রোগী, সিরাজগঞ্জের ৬ ইউনিয়ন লকডাউন

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ০৯ এপ্রিল ২০২০

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ছয়টি ইউনিয়ন লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজীপুর উপজেলার চরগিরিস, মনসুর নগর, তেকানী, নাটুয়াপাড়া, নিশ্চিন্তপুর ও সোনামুখী ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, সম্প্রতি জামালপুর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। কাজীপুরের কয়েকটি ইউনিয়নের সঙ্গে জামালপুরে যাতায়াত ব্যবস্থা রয়েছে। ওই ইউনিয়নের সাধারণ মানুষ প্রতিদিন জামালপুর যাওয়া-আসা করেন। ফলে কয়েকটি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় লকডাউন করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই ছয়টি ইউনিয়নের মানুষ শুধু অফিসিয়াল কাজ থাকলে কাজীপুর উপজেলায় আসেন। এছাড়া তারা হাট-বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই জামালপুর থেকে কেনাকাটা করেন বলেও তিনি জানান।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমকেএইচ