বোরহানউদ্দিনে বাসচাপায় শিশু নিহত, সড়ক অবরোধ
ভোলা-চরফ্যাশন প্রধান সড়কের বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায় বাসচাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম শিমু (৭)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তা অবরোধ করে রাখায় জেলার চার উপজেলার যোগযোগ বিচ্ছিন্ন ছিল তিন ঘণ্টা। বাস মালিক সমিতির নেতারা স্থানীয়দের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করে কয়েক দফা।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান, জেলার প্রধান সড়কে এমন ঘটনার পর থেকে আটকা পড়েছে শতাধিক যানবাহন। পুলিশ ওই এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে।
সন্ধ্যা ৭টায় এ ঘটনার পর রাত ১০টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রাখে স্থানীয়রা। পরে রাজনৈতিক নেতাদের সমঝোতায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হয়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি দাবি করেন।
অমিতাভ অপু/বিএ