ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শ্রীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

শ্রীপুর (গাজীপুর) | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ০৯ এপ্রিল ২০২০

গাজীপুরের শ্রীপুরে শ্বাসকষ্টে এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার দেহে করোনাভাইরাস রয়েছে কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে কর্তৃপক্ষ।

স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এছাড়াও তার বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

তিনি আরও জানান, শ্রীপুরে মোট ৩৯০ জনকে হোম কোয়ান্টাইনে রাখা হয়েছিল। পর্যায়ক্রমে ৩৮০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এখনও কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়নি। এছাড়াও করোনা সন্দেহে এখন পর্যন্ত ২১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ৯ জনের রিপোর্ট করোনা নেগেটিভ এসেছে। বাকিদের রিপোর্ট এখনও হাতে আসেনি।

শিহাব খান/আরএআর/পিআর