কিশোরগঞ্জে শ্বাসকষ্টে আরেক যুবকের মৃত্যু
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় শ্বাসকষ্টে আরেক যুবকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
বুধবার (০৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়ার নিজ বাড়িতে ওই যুবকের মৃত্যু হয়।
করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নূর হোসেন বলেন, ওই যুবক ছোটবেলা থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে ওই যুবক শ্বাসকষ্ট ও পিঠব্যথা অনুভব করেন। বুধবার দুপুরে হঠাৎ ওই যুবক মারা যান। বিশেষ ব্যবস্থায় ওই যুবকের মরদেহ দাফন করা হয়েছে।
এর আগে গত ৫ এপ্রিল একই উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে এক যুবক মারা যান। মঙ্গলবার তার করোনা পজেটিভ ধরা পড়ে। এ ঘটনায় দুটি ইউনিয়ন লকডাউন করা হয়।
নূর মোহাম্মদ/এএম/এমএস