ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রংপুরে করোনায় আক্রান্ত শিক্ষার্থী, ১০ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৮ এপ্রিল ২০২০

রংপুরের মিঠাপুকুরে এক শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার বালারহাট ইউনিয়নের খন্দকারপাড়া গ্রামে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষা শেষে ওই শিক্ষার্থী মুন্সিগঞ্জে নানার বাড়িতে বেড়াতে যায়। গত ২৬ মার্চ সেখান থেকে নিজ বাড়িতে ফিরে আসে। কয়েকদিন আগে জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট দেখা দিলে তার নমুনা সংগ্রহ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিভিল সার্জন হিরম্ব কুমার রায় বলেন, নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে বসানো পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হয়। এতে তার করোনা ধরা পড়ে।

এদিকে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, করোনা শনাক্তের পর ওই শিক্ষার্থীর বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

জিতু কবীর/আরএআর/এমকেএইচ