ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আইসোলেশনে মারা যাওয়া সেই কৃষকের করোনা ছিল না

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যাওয়া ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন।

সোমবার (০৬ এপ্রিল) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ৪৫ বছর বয়সী ওই কৃষকের শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন সকালে তিনি জর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎকরা তাকে ঢাকায় পাঠান। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়

বাঞ্ছারামপুর উপজেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুন বলেন, ওই কৃষকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর