প্রতিদিন ফ্রি চিকিৎসা দেবেন সিলেট স্বাচিপের ২৮ চিকিৎসক
সিলেটে নভেল করোনাভাইরাসের সংকটকালীন মোবাইল ফোনে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেবেন সিলেটের ২৮ জন চিকিৎসক। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিলেট শাখার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এতে স্বাক্ষর করেন কোভিড-১৯ সমন্বয়ক কমিটি স্বাচিপ সিলেট শাখার আহ্বায়ক ডা. মুজিবুল হক ও সদস্য সচিব ডা. মো. হারুনুর রশীদ।
যুক্ত বিবৃতিতে তারা জানান, প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০ পর্যন্ত এই টেলিমেডিসিন টিমের সদস্য চিকিৎসকদের কাছ থেকে বিনা টাকায় চিকিৎসা সেবা নেয়া যাবে। তবে মোবাইল কলের চার্জ সংশ্লিষ্ট মুঠোফোন কোম্পানি কেটে নেবে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। অধিকাংশ চিকিৎসকই নিজেদের নিরাপত্তা এবং সর্বোপরি চেম্বারে আগত রোগী ও তাদের সঙ্গে আগত স্বজনদের ভিড়ের কারণে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। অবশ্য সরকারি হাসপাতালগুলো যথারীতি চিকিৎসা সেবা খোলা রয়েছে। এ অবস্থায় জ্বর-সর্দি-কাশিসহ অন্য অনেক অসুখেই টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পরামর্শ নিয়ে বাসায়/বাড়িতে থাকা জরুরি হয়ে পড়েছে।
এ অবস্থায় স্বাচিপ সিলেট শাখা এ অঞ্চলের জনগণের স্বাস্থ্য সমস্যার কথা বিবেচনায় রেখে টেলিমেডিসিন সেবা চালু করেছে।
বিবৃতিতে বলা হয়, টেলিমেডিসিন টিমে যেসব চিকিৎসক রয়েছেন, তাদের নাম ও মোবাইল নম্বর দেয়া হলো।
তারা হলেন, ডা. বাছিরুল ইসলাম টিপু ০১৭১১০৬৪৬৮৩, ডা. আবুল ফয়েজ আলী আহমদ ০১৭১২২৬২০৫৬, ডা. আদনান চৌধুরী ০১৮৫২৮৮৯১২৩, ডা. সাদিক মিয়া ০১৬১৯১৫০৮৭৫, ডা. নাহিয়ান আহমেদ চৌধুরী ০১৯১০৭৭৫৫৫৫, ডা. আরিফুর রহমান ০১৭১৫০৯২৬০০, ডা. মোবাশেরুল ইসলাম সোহাগ ০১৭১৭০২২০২৩, ডা. অরূপ রতন চৌধুরী ০১৭১৭২৭৮১৯৭, ডা. সুজন চন্দ্র পাল ০১৭৩৭০৫৩৮১০, ডা. সুনির্মল বিশ্বাস ০১৩১২৩৫৩৭১০, ডা. আরিফুর রহমান জিসান ০১৮৪১০৫১৩২৫, ডা. এএফএম আবদুল্লাহ পলাশ ০১৭১৫৮৩২২২৭, ডা. বনি ইয়ামিন খান ০১৭৪০২৩৩৯৫১, ডা. শেখ হাসিবুর রহমান ০১৫২১২৩৫৭৬২, ডা. হরোশিত বিশ্বাস ০১৮৬১৫৭৬৮২৭, ডা. মো. মাহবুব হোসেন ০১৭১২৩৩২৬৬৫।
ডা. আব্দুল আউয়াল (অর্থোপেডিকস বিভাগ) ০১৭১৯২৯৯৩৭৫, ডা. ইমতিয়াজ আহমদ (অর্থোপেডিকস বিভাগ) ০১৯১১৬২৯৬৭০, ডা. মো. হাসনাত আনোয়ার (নাক-কান-গলা বিভাগ) ০১৭১০ ৪৩৭২৪৭, ডা. ইশফাক জামান সজীব (সার্জারী বিভাগ) ০১৫৩৮১১১৮০২, ডা. রাজিব দত্ত (শিশু বিভাগ) ০১৭২৩৩৬৬৪৬৫, ডা. বিশ্বজিৎ চন্দ্র দেবনাথ (শিশু বিভাগ) ০১৭২১২২৫৪৯৪, ডা. জহিরুল হাসান খান (সার্জারী বিভাগ) ০১৭১২১৩০৭৬২, ডা. এমদাদুর রহমান (শিশুরোগ বিশেষজ্ঞ) ০১৯১১১১২৪৭৩, ডা. রনজিৎ দেবনাথ (শিশুরোগ বিশেষজ্ঞ) ০১৯৯৬২২৫২৩২, ডা. মো. ফজলে বারী (মেডিসিন বিশেষজ্ঞ) ০১৮৭৩৬৪২৫০৮, ডা. মো. হারুনুর রশীদ (চক্ষুরোগ বিশেষজ্ঞ) ০১৬৮০৭৯৮৮৫০ ও ডা. মুজিবুল হক (শিশুরোগ বিশেষজ্ঞ) ০১৭১৬৮১২৯৯৮।
ছামির মাহমুদ/এমএএস/এমআরএম