ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মন্ত্রী-এমপিরা জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন : নৌ প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৪:২৯ পিএম, ০৭ এপ্রিল ২০২০

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকলকে একযোগে কাজ করতে হবে। জনপ্রতিনিধিদের জনগণের পাশাপাশি থাকতে হবে। সরকারের দেয়া ত্রাণ কার্যক্রম যেন সুষ্ঠভাবে পরিচালিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এ পরিস্থিতিতে যেন কেউ গুজব বা অপপ্রচার না ছড়ায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

সীমান্তবর্তী জেলা দিনাজপুরে সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের বিষয়ে সকলকে সোচ্চার থাকার নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই জেলার বেশিরভাগ অংশ সীমান্ত এলাকা। মহামারি আকার ধারণ করা করোনা প্রতিরোধে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু কিছু বাংলাদেশি বিদেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করে নিজ নিজ এলাকায় অবাধে চলাফেরা করছে। এতে করে নিজের এবং আশপাশের পরিবারকে বিপদে ফেলছে। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে (কাঞ্চন) জেলার করোনাভাইরাস পরিস্থিতি এবং সার্বিক ত্রাণ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মানুষ অতি উৎসাহিত। পুলিশ বা ম্যাজিসেস্ট্রটের গাড়ি দেখলেই এগিয়ে আসে। তাদের বিরুদ্ধে প্রশাসনকে শক্ত হতে হবে। যারা মানবিকতার বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে নিজের সাধ্যমত সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। মন্ত্রী, এমপি ও জনপ্রতিনিধিরা নিজেদের পরিবার ও জীবনকে বাজি রেখে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। করোনা প্রতিরোধে সচেতনতাই একমাত্র শক্তি।

তিনি আরও বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি যে সব চায়ের দোকানে বেশি জনসমাগম ঘটছে সে চায়ের দোকানগুলোর বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বস্তিগুলোর প্রতি বিশেষ নজর দিতে হবে। এছাড়াও স্বল্প আয়ের মানুষ, দরিদ্র মানুষ যাতে করে অনাহারে না থাকে সে বিষয়ে জনপ্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।

গুজব সৃষ্টিকারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের সিটি মেয়র আইভী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে গুজব ছড়ানো হয়। দেশের অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এ ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গুজব সৃষ্টিকারীদের কঠোর হস্তে দমন করতে হবে।

দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবসসুম জুই, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী প্রমুখ।

এমদাদুল হক মিলন/আরএআর/এমকেএইচ