নরসিংদীতে এক নারীর বাড়ি লকডাউন, নমুনা সংগ্রহ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে নরসিংদীর পলাশে একটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ভাড়ারিয়া পাড়ার ওই বাড়িটি লকডাউন ঘোষণা করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারহানা আলী। এ সময় তার বাড়ির আশপাশে জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়া পাড়ার এক বাড়িতে ৬০ বছরের এক নারীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক ওই বাড়িটি লকডাউন করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দলের মাধ্যমে ওই নারীর নমুনা সংগ্রহ করে আইসিডিআরে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সন্দেহজনক ওই নারী কোনো প্রবাসীর সংস্পর্শে গিয়েছেন কি-না তা এখনো জানা যায়নি।
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহ করা ওই নারী স্বামী, ছেলে ও ছেলের বউসহ দুই শিশু নাতনি নিয়ে ভাড়ারিয়া পাড়ায় বসবাস করে আসছেন। আইসিডিআরের রিপোর্ট আসলে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
পলাশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, লকডাউনের পর ওই বাড়ির পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন বাড়ির আশপাশে যেতে না পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া লকডাউন হওয়া বাড়িতে খাদ্য সামগ্রী সরবরাহের ব্যবস্থায় করা হবে।
সঞ্জিত সাহা/আরএআর/জেআইএম