ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শরীয়তপুরে ১১ জনের করোনা নেগেটিভ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ০৬ এপ্রিল ২০২০

শরীয়তপুরে ১১ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। সোমবার (০৬ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) মো. আবদুর রশিদ।

আবদুর রশিদ বলেন, জেলায় সন্দেহজনক ১১ জনের নমুনা পরীক্ষার ফলাফল আমাদের হাতে এসেছে এবং সবার ফলাফল নেগেটিভ। এর আগে গত ৪ এপ্রিল সদর হাসপাতাল থেকে একজন, ৫ এপ্রিল নড়িয়া থেকে পাঁচজন, ডামুড্যায় একজন, জাজিরায় একজন এবং আজ সোমবার ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চারজনসহ ১২ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, শরীয়তপুরে সোমবার দুপুর পর্যন্ত ৪০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। ১৪ দিন পার হওয়ায় ৩০ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টাইনে থাকা সদস্য ৬৬২ জন। এদের মধ্যে ৬২২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

গত ৪ এপ্রিল সকাল ১০ টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ৯০ বছরের এক বৃদ্ধ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নড়িয়া উপজেলার ৩৪ পরিবারের ১৮৯ জনকে লকডাউন করে স্থানীয় প্রশাসন। পাশাপাশি উপজেলার হাটবাজার লকডাউন করা হয়। নড়িয়ায় করোনাভাইরাসের উপস্থিতি থাকায় ব্যাপক সংক্রমণের আশঙ্কা করছে প্রশাসন।

মো. ছগির হোসেন/এএম/এমএস