ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত ফেরত ১৩ বাংলাদেশিকে নেয়া হলো যুব উন্নয়ন ভবনে

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২০

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ১৩ বাংলাদেশি। সোমবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ইমিগ্রেশন দিয়ে এসব বাংলাদেশি দেশে প্রবেশ করেন। আগামী ১৪ দিন সাতক্ষীরা যুব উন্নয়ন ভবনে হোম কোয়ারেন্টাইনে তাদের রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভোমরা ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক বিশ্বজিত সরকার জানান, সোমবার ১৩ বাংলাদেশি দেশে প্রবেশ করেছেন। তাদের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে নেয়া হচ্ছে। আগতদের পরিবারকে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জাগো নিউজকে বলেন, ভারত ফেরত এসব নাগরিকদের আগামী ১৪ দিন যুব উন্নয়ন কেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হবে। এখন থেকে যারাই ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরবেন তাদের সকলকে কোয়ারেন্টাইন শেষ করেই বাসায় ফিরতে হবে।

আকরাম/এমএএস/এমএস