ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রলার থামিয়ে মাঝনদীতে তরমুজ ছিনতাই

জেলা প্রতিনিধি | পটুয়াখালী | প্রকাশিত: ০৫:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সারা দেশ আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে পটুয়াখালীর মাঝনদীতে ঘটছে তরমুজ ছিনতাইয়ের ঘটনা।

স্থানীয় সূত্র জানায়, এ বছর বাম্পার ফলন হলেও যানবাহন ও শ্রমিক সংকটের কারণে মাঠে পচতে শুরু করেছে তরমুজ। বাজারে ক্রেতা না থাকায় দাম পাচ্ছে না কৃষক। বাজারজাত করতে নৌপথে এক হাট থেকে অন্য হাটে যাওয়ার সময় মাঝনদীতে চাষিদের জিম্মি করে তরমুজ ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

চাষিরা জানিয়েছেন, ন্যায্য দাম পেতে এক হাট থেকে অন্য হাটে যাচ্ছি আমরা। পটুয়াখালীর লোহালিয়া নদী, বগা নদী, কলাগাছিয়া নদীতে ট্রলার থামিয়ে তরমুজ ছিনতাই করে দুর্বৃত্তরা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটে।

রাঙ্গাবালীর চালিতাবুনিয়া এলাকার চাষি মো. হেলাল উদ্দিন বলেন, যানবাহন বন্ধ থাকায় বাজারে তরমুজ উঠাতে পারছি না। করোনার কারণে এ বছর আমরা মাঠেই মারা যাচ্ছি। এর মধ্যে নদীতে ১৫ থেকে ২০ জনের একটি দল ট্রলার থামিয়ে তরমুজ নামিয়ে নেয়। বাধা দিলে মারধর করে আমাদের। এভাবে হলে আমরা কিভাবে বাঁচব।

এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মইনুল হাসান বলেন, নদীতে তরমুজ ছিনতাইয়ের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম