মসজিদে কোয়ারেন্টিনে তাবলিগ জামাতের ৯ মুসল্লি
পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারের বল্লভপুর দাখিল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে তাবলিগ জামাতের নয় মুসল্লিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
রোববার (০৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে একটি দল ওই নয় মুসল্লিকে মসজিদে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়।
জানা গেছে, বসাক বাজারের বল্লভপুর দাখিল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে আসে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একটা দল। স্থানীয়রা তাদের চলে যাওয়ার অনুরোধ করলেও মসজিদ থেকে যাচ্ছিলেন না তারা। পরে খবর পেয়ে স্থানীয় প্রশাসন গিয়ে তাবলিগ জামাতের নয়জন সদস্যকে মসজিদে দেখতে পান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, ঢাকার মিরপুর থেকে তাবলিগ জামাতের একটি দল ৮৬ দিন আগে বাসা থেকে বের হয়। গত কয়েকদিন আগে তারা পটুয়াখালী জেলায় আসে। তিনদিন থেকে তারা সদর উপজেলার বল্লভপুর এলাকার একটি সমজিদে অবস্থান করছেন। রোববার রাতে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে তাবলিগ জামাতের ওই দলটিকে মসজিদে ১৪ দিন কোয়ারেন্টাইন পালনের নির্দেশ দেয়া হয়। কোয়ারেন্টাইন পালনকালে তাদের যদি খাদ্যসামগ্রীর প্রয়োজন হয় তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা সরবরাহ করা হবে।
জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পটুয়াখালীতে এ পর্যন্ত মোট ৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনা পাওয়া যায়নি। বাকিদের ফলাফল আসেনি।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমকেএইচ