ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাইরে যাওয়া নিষেধ, তাই স্ত্রীই ‘নরসুন্দর’

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৪:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বাজারের সকল দোকানপাটও বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এ অবস্থায় চুল, দাড়ি, গোফ বড় হয়েছে এমন ছবি ফেসবুকে পোস্ট করছেন অনেকেই। কোনো সেলুন খোলা না থাকায়য় চুল কাটাতে পারছেন না কেউ।

এমন পরিস্থিতিতে স্বামীর চুল কেটে দিতে কেঁচি হাতে তুলে নিয়েছেন এক গৃহবধূ। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার পর ইতোমধ্যে ভাইরালও হয়ে গেছে।

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরশহরের কালিকাপুর মহল্লার তরুণ ব্যবসায়ী সমীর পালমা তার ব্যক্তিগত ফেসবুকে এই ছবি পোস্ট করেছেন।

ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন ‘বাড়িতে থাকি তাই বলে কি চুল কাটবো না....তাই বৌ এর হাতে কেঁচি তুলে দিলাম।’

স্ত্রী লাকি কস্তাও এটাকে বিপদকালীন সময়ে স্বামীর প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ হিসেবে মনে করে ফেসবুকে বিভিন্ন মানুষের পজিটিভ বা নেগেটিভ সব মন্তব্যকে সাদরে গ্রহণ করছেন। তবে ফেসবুকে বেশিরভাগ মানুষই এটাকে সম্মান দেখিয়ে স্ত্রীর প্রশংসা করে মন্তব্য করছেন।

ডানিয়েল চৌধুরী নামে একজন তার মন্তব্যে লিখেছেন, ‘এটা চীরস্থায়ী ভালোবাসার একটি প্রদর্শনী।’

হুমায়ুন কবীর লিখেছেন, ‘এমন লক্ষ্মী বৌ সকলের ঘরে থাকা দরকার।’

সাগর ডি কস্তা লিখেছেন, ‘এমন গুণবতী লাইফ পার্টনার কয়জনের ভাগ্যে জোটে, এমন ভালোবাসা ছুঁয়ে থাক দুজনের।’

সুফলা রোজারিও লিখেছেন, ‘নারী সব পারি, এটাই তার বাস্তব প্রমাণ।’

এ বিষয়ে ব্যবসায়ী সমীর পালমা বলেন, প্রয়োজনে আমিও স্ত্রীর ভ্রু প্লাগ বা মাথার চুলের বিউটি হেয়ার কাটিং করে দিতে প্রস্তুত আছি।

সমীরের স্ত্রী লাকী কস্তা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় ঘরে থাকাটাই জরুরি। এ অবস্থায় স্বামীর চুল ছেটে দিয়ে স্বামীকে ঘরে থাকার অনুপ্রেরণা দেয়ার প্রয়োজন থেকে এ কাজটি করেছি।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস