ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৪০০ ভিক্ষুককে ত্রাণ দিল পুলিশ

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ০৬ এপ্রিল ২০২০

শরীয়তপুরে তালিকাভুক্ত ৪০০ ভিক্ষুকের মাঝে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান। সোমবার (০৬ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে পালং মডেল থানা চত্বরে এসব ত্রাণ বিতরণ করেন তিনি। সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) তারভীর হায়দার শাওন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মিজানুর রহমান, পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটি জেলা শাখার চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জিপি আলমগীর মুন্সী, সদর থানার এসআই রুপকর ও এসআই আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

jagonews24

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে সরকার। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। প্রতিটি পরিবার ঘরবন্দি। এতে ভিক্ষুকরা উপার্জনহীন হয়ে পড়েছেন । তাই ভিক্ষুকদের খাদ্য সহায়তা হিসেবে এ ত্রাণ দেয়া হয়েছে। ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই কেজি আলু, দুই কেজি ডাল, একটি সাবান ও এক কেজি লবণ।

পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী বাইরে বের হতে না পারায় ভিক্ষা বন্ধ রয়েছে ভিক্ষুকদের। এমন দুর্যোগে ৪০০ ভিক্ষুককে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সমাজসেবা তালিকাভুক্ত জেলার আরও সাড়ে ৪০০ ভিক্ষুকের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হবে।

মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ