রোগীদের হাসপাতালে আসতে হবে না, চিকিৎসকরা বাড়ি যাবে
পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, করোনাভাইরাসে সারা বিশ্বে এখন সংকটময় অবস্থা। এই মুহূর্তে বাংলাদেশে করোনা মহামারি রূপ নিতে পারে। তাই রোগীরা হাসপাতালে চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন। আতঙ্ক নিয়ে কোনো রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে আসতে হবে না । চিকিৎসকরা রোগীদের বাড়িতে গিয়ে চিকিৎসা দেবে।
তিনি বলেন, রোগীদের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে আর কেউ করোনা দুর্যোগের মধ্যে চিকিৎসাসেবা বঞ্চিত না হয়। ভ্রাম্যমাণ মেডিকেল টিম ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দেবে। সেই সঙ্গে দেয়া হবে ফ্রি ওষুধ। করোনা দুর্যোগকালীন চিকিৎসাসেবা দিয়ে যাবে মেডিকেল ক্যাম্প। যতদিন দুর্যোগ না কাটবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সোমবার (০৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন পানিসম্পদ উপমন্ত্রী।
তিনি বলেন, আমরা সাধারণ মানুষের দুঃখ-কষ্ট বুঝি। তাই দুঃসময়ে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি আমাদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। করোনা মোকাবিলায় আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষগুলো সব সুযোগ-সুবিধা পাবে।
এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি হাচান আলী, সাধারণ সম্পাদক হাসানুজ্জান খোকন ও নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম।
মো. ছগির হোসেন/এএম/এমএস