ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাঁচবিবি সীমান্তে গরুসহ ৮ কোটি টাকার মালামাল আটক

প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৩ অক্টোবর ২০১৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে ভারতীয় গরুসহ প্রায় আট কোটি টাকার মালামাল আটক করেছে বিজিবি। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এসব মালামাল আটক করা হয়।

কয়া ক্যাম্পের কমান্ডার জর্জ মিয়া জানান, সোমবার রাতে চারটি ও মঙ্গলবার সকালে ছয়টি গরুসহ গত এক মাসে সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৫টি ভারতীয় গরু আটক করা হয়। ভারত থেকে চোরাই পথে আসা গরুগুলোর আনুমানিক মূল্য তিন কোটি টাকা হবে। এছাড়াও ক্যাম্পের বিজিবির টহল দলের সদস্যরা গত এক মাসে এ সীমান্তের বিভিন্ন স্থান থেকে ফেনসিডিল, মদ, জিরা, কসমেটিক্সসহ পাঁচ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করে। গরুসহ আটককৃত মালামালগুলো হিলি কাস্টমস এ জমা দেয়া হয়েছে।

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল খবীর সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালান বন্ধে সীমান্ত জুড়ে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

রাশেদুজ্জামান/এআরএ/পিআর