তাবলিগ জামাতের ৪৬ মুসল্লি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে
করোনা সতর্কতায় মানিকগঞ্জে তাবলিগ জামাত ফেরত ৪৬ জন মুসল্লিসহ ৪৯ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার রাতে তারা সবাই শেরপুর জেলা থেকে নিজ জেলা মানিকগঞ্জে ফিরছিলেন।
জেলা পুলিশের বিশেষ শাখার এএসপি হামিদুর রহমান জানান, তাবলিগ জামাতের এক মুসল্লি করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়। ওই এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশি চেকপোস্ট বসানো হয়েছে। মধ্যরাতে দুটি পিকআপে করে ওই মুসল্লিরা সিংগাইরে ফেরার সময় চেকপোস্টে আটক করা হয়।
স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের নির্দেশনায় করোনা সতর্কতায় ৪৬ জন মুসল্লি এবং পিকআপ চালক ও সহযোগীসহ ৪৯ জনকে মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউটে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়। স্বাস্থ্য বিভাগ তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
বি.এম খোরশেদ/এফএ/এমকেএইচ