ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশ দেখলে লুকায়, চলে গেলে আড্ডা জমায়

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে দেশে বেড়েই চলছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই বাগেরহাটের হাটবাজার ও দোকানে বসে আড্ডা দিচ্ছে অধিকাংশ মানুষ। জেলা সদরসহ গ্রামগঞ্জের হাটবাজারে সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। করোনাভাইরাস মোকাবিলায় যে সামাজিক দূরত্বের কথা বলা হচ্ছে, তার ধার ধারছেন না কেউ।

তবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে শহরে মহড়া দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার সকালে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, শরণখোলা ও মংলায় মহড়া দিয়েছে সেনাবাহিনী, নৌ-বাহিনী, পুলিশ, র্যাব ও কোস্টগার্ড। এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিতে সবাইকে সতর্ক করার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। সেই সঙ্গে সামাজিক দূরত্ব না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

এরপরও সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহড়া দিয়ে চলে যাওয়ার পরপরই লোকজন ঘর থেকে দলবেঁধে বের হয়। সেই সঙ্গে দোকানে বসে আড্ডা দেয়। খাবার হোটেল ও চায়ের দোকানে বসে করোনা নিয়ে গল্প করে কেউ কেউ। আবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখলে লুকিয়ে যায়।

রোববার দুপুরে শহরের সুপারিপট্টিতে দোকানপাট খোলা রেখে আড্ডা দিচ্ছিলেন শ্রমিকরা। তাদের ছবি তুলতে গেলে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা পারসনের ওপর চড়াও হন তারা। পরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে দোকানপাট বন্দ করে দেয়।

পাশাপাশি শহরের মাছ বাজার, কাঁচাবাজার আগের মতোই জমজমাট রয়েছে। ওষুধের দোকান ছাড়া অন্য ব্যবসাপ্রতিষ্ঠান সকাল ১০টার আগে না খোলার নির্দেশ দিলেও তা মানছে না কেউ। শহরের ফলপট্টি মোড়ে লোক সমাগমে আগের মতোই। এতে যানজটের সৃষ্টি হয় প্রতিদিন। মাছ বাজার, কাঁচা বাজারে সামাজিক দূরত্ব না মেনে জনসমাগম হয়।

Bagerhat

এ অবস্থায় করোনা সংক্রমণ এড়াতে শহরের সব দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান। একই সঙ্গে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবমতে, বাগেরহাটে বিদেশফেরত ৪২০০ জনের মধ্যে আড়াই হাজারের অধিক হোম কোয়ারেন্টাইন মানেননি। সামাজিক দূরত্ব না মেনে দলবেঁধে সড়কে চলাচল, বাজার করা ও দোকানপাটে আড্ডা দিয়ে করোনা ঝুঁকি বাড়িয়ে দিয়েছেন প্রবাসীরা।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, জেলা সদরসহ বিভিন্ন বাজারে নিয়মিত টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সরকারি নির্দেশ মতে করোনা প্রতিরোধে এখনও সবাইকে ঘরে থাকার অনুরোধ করছি। এরপরও কেউ কেউ আড্ডা দেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

শওকত আলী বাবু/এএম/এমএস