ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেচে নেচে মানুষকে সচেতন করলেন ওসি

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ১০:১২ পিএম, ০৪ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন।

শনিবার (৪ এপ্রিল) এলাকার বিভিন্ন হাট-বাজারে গিয়ে প্রচারণার পাশাপাশি সচেতনতামূলক গানের সঙ্গে নেচে নেচে ও সাংকেতিক ভাষায় সাধারণ মানুষদের সচেতন করেন তিনি। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসাইন, করোনাভাইরাস থেকে বাঁচার একটাই উপায় তা হচ্ছে সচেতন হওয়া। শুধুমাত্র কঠোরতা দিয়ে মানুষকে ঘরে ফেরানো সম্ভব নয়। তাই এই ব্যতিক্রমী উদ্যোগ।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম