ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে কলেজছাত্রীর মৃত্যু : মানববন্ধন

প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৩ অক্টোবর ২০১৫

দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে ইজিবাইকের ধাক্কায় এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় মানববন্ধন করেছেন নিহত ছাত্রীর সহপাঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিহত ছাত্রীর নাম প্রীতি লতা রায় (১৭)।

রাস্তার দুই ধারে হাজার হাজার শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। এসময় মহিলা কলেজ গেটে ও দিনাজপুর পলিটেকনিক্যাল কলেজের সামনে ইজিবাইক ও বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

প্রীতি লতা রায় সোমবার দুপুর দেড়টার সময় শহরের বালুবাড়ী দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে ইজিবাইকের ধাক্কায় মারা যাওয়ার পর তার সহপাঠীরা প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।

পরে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিলে তারা অবরোধ তুলে নেন।

মঙ্গলবার সকাল ১০টায় তারা ব্যাটারিচালিত ইজিবাইকের চালককে গ্রেফতার, রাস্তায় স্পিড বেকার স্থাপন ও কলেজের সামনের মোড়ে সার্বক্ষণিক ট্রাফিক ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধনের আয়োজন করে। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের সঙ্গে সমবেদনা জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় উত্তেজিত শিক্ষার্থীরা ২টি ইজিবাইক ও একটি বাস ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কলেজের সামনে রাস্তায় দুটি স্পিড বেকার স্থাপন করা হয়।

এদিকে দুপুর একটায় মহিলা কলেজ অডিটোরিয়ামে এক শোক সভা অনুষ্ঠিত হয়। মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আনজুমান আক্তারের সভাপতিত্বে শোক সভায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

প্রীতি লতা রায় (১৭)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দক্ষিণ ছোট বাউল গ্রামের বিরেন্দ্রনাথ রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

গত সোমবার দুপুর দেড়টার সময় শহরের বালুবাড়ী দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে ইজিবাইকের ধাক্কায় তিনি মারা যান।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি