ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শহরে আসার কারণ জানাতে হবে পুলিশকে

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। অপ্রয়োজনে চলাফেরা, বাড়ির বাইরে আসতে নিষেধ করেছে পুলিশ। একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণসহ মাইকিং করা হয়েছে।

জেলা পুলিশ সুপারের নির্দেশে গত তিনদিন ধরে শহরের প্রবেশপথে টাঙ্গাইল পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিকগেট, নিরালা মোড় এবং শান্তিকুঞ্জ মোড়ে এসব চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট থেকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরে চলাফেরা নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হলেও অনেকেই মানছে না। এজন্য সচেতনতা বাড়াতে শহরের প্রবেশপথের চারটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। কেন শহরে এসেছেন জানতে চান চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা; সেটি জানার পাশাপাশি অপ্রয়োজনে কেউ ঘরের বাইরে এলে সতর্ক করছেন। এরপরও যদি কেউ না মানেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। টাঙ্গাইল সদর থানা ছাড়াও জেলার প্রত্যেকটি থানায় চেকপোস্ট বসানো হয়েছেও বলে জানিয়েছেন পুলিশ সুপার।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম