ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যুক্তরাজ্যে করোনায় মারা গেলেন সিলেটের দিলাল

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ১১:২০ এএম, ০৪ এপ্রিল ২০২০

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দিলাল আহমদ (৪৩)। তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে শুক্রবার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।

জানা গেছে, গোলাপগঞ্জ উপজেলার বাঘা গ্রামের দিলাল আহমদ পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন দীর্ঘদিন ধরে। কিছু দিন আগে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে রাখেন। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় শুক্রবার (৩ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে তার শারীরিক অবস্থা বেশি খারাপ হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার ক্ছিুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

উল্লেখ্য, নিহত দিলাল আহমদ সিলেট নগরের পায়রা ৪৭ সৈয়দ মঞ্জিল নিবাসী যুক্তরাজ্য প্রবাসী মরহুম সৈয়দ ইলিয়াস আলীর একমাত্র জামাই।

ছামির মাহমুদ/এফএ/এমএস