চট্টগ্রাম বন্দরে নাবিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে নুর কাশেম (৪০) নামে কাণ্ডারি জাহাজ-১০’র নাবিকের মৃত্যু হয়েছে। নুর কাশেম লস্কর হিসেবে ওই জাহাজে কর্মরত ছিলেন। সোমবার রাতে কাজে যোগ দেওয়ার পর অসুস্থতা অনুভব করলে অপর সহকর্মীকে বলে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৭টার দিকে তাকে ঘুম থেকে জাগাতে গিয়ে কোন সাড়া শব্দ না দেখে মৃত্যুর বিষয়টি টের পান ওই সহকর্মী।
চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থতা অনুভব করেন নুর কাশেম। জাহাজে দায়িত্বরত অপর সহকর্মীকে বলে ঘুমিয়ে পড়েন।
মঙ্গলবার সকাল ৭টায় ঘুম থেকে জাগাতে গিয়ে মৃত্যুর বিষয়টি জানা যায়। ক্যাপ্টেন নাজমুল আলম ডাক্তারদের বরাত দিয়ে বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে নুর কাশেমের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কাণ্ডারি-১০ জাহাজে দায়িত্ব ছিল নুর কাশেমের।
এআরএস/এমএস