শরীয়তপুরে মারা যাওয়া সেই যুবক করোনা আক্রান্ত ছিলেন না
জ্বর, শ্বাসকষ্ট ও হাঁচি-কাশি নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া সেই যুবকের শরীরে করোনাভাইরাস ছিল না বলে জানিয়েছেন শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ। শুক্রবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ৩১ মার্চ শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে মারা যাওয়া ব্যাক্তির নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর’এ পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার সকালে আমরা তার পরীক্ষার ফলাফল হাতে পাই। তার ফলাফল নেগেটিভ এসেছে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।
জানা যায়, শ্বাসকষ্ট, জ্বর ও কাশি থাকায় ওই যুবককে মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
এর আগে ১৯ মার্চ কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষায় তার যক্ষ্মা ধরা পড়ায় তাকে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে ২৩ মার্চ তিনি সদর হাসপাতাল থেকে বাড়ি চলে যান।
নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় জানান, ওই যুবকের আশপাশের ৫টি বাড়ি লকডাউন করা হয়েছিল। এছাড়াও তার সংস্পর্শে আসা ২৩ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। আজ ওই ব্যক্তির করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় ওই বাড়িগুলো থেকে লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে ও ২৩ ব্যক্তিকে কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
ছগির হোসেন/এফএ/এমএস