ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি নির্দেশনা অমান্য করলে ত্রাণসহ কোনো সহযোগিতা পাবেন না

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৯:২১ পিএম, ০২ এপ্রিল ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের জন্য ত্রাণ ও অন্যান্য সহযোগিতা না দেয়ার কথা জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুরে হতদরিদ্রদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ ব্যক্তিগতভাবে এ ইউনিয়নের বাছাই করা আড়াই শতাধিক হতদরিদ্র মানুষকে চাল ও চাল নিতে আসা যাতায়াত ভাড়া প্রদান করেন।

Maherpur-(2)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বাবু ও মনিরুজ্জামান আতু।

সীমিত আকারের এ অনুষ্ঠানে ছিল একে অপরের মধ্যে দূরত্ব বজায় রেখে খাদ্য নেয়ার নির্দেশনা। এ অনুষ্ঠানের মাধ্যমে বার বার হাত ধোয়া ও পরিবারকে নিরাপদ রাখার পরামর্শ দেয়া হয়।

আসিফ ইকবাল/এমএএস/পিআর