ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘ঘর থেকে বের হবেন না, বাড়িতে খাবার পৌঁছে দেয়া হবে’

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২০

জয়পুরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, জয়পুরহাটে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত না হলেও আমাদের আরও সচেতন হতে হবে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। অসহায় ও দরিদ্রদের জন্য সরকার জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে খাবার পৌঁছে দিচ্ছে। তবুও এমন অনেক শ্রেণি-পেশার মানুষ আছেন যারা খাবার চাইতে পারছেন না। তাদের খবর জেলা প্রশাসনকে দিলে তথ্য গোপন করে আমাদের লোক গিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুসারে জয়পুরহাট জেলা প্রশাসন কর্তৃক গৃহীত উদ্যোগ তুলে ধরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, সামাজিক দূরুত্ব বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করছে সেনাবাহিনী। জেলায় ৩৪২ জন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এদের মধ্যে ২১৭ জনকে অবমুক্ত করা হয়েছে। ২২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন। তাদের মধ্যে ২০ জনকে অবমুক্ত করা হয়েছে।

এ দিকে সরকারি নির্দেশনায় জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলা শহরের বিপণী বিতান ও মার্কেটগুলো বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ এখন ঘরের বাইরে বের হচ্ছে না।

রাশেদুজ্জামান/আরএআর/এমকেএইচ