খাদ্যসামগ্রী পেল বেদে পল্লীর এক হাজার পরিবার
করোনাভাইরাসের প্রভাবে মুন্সিগঞ্জে অসহায় হয়ে পড়া বেদে পল্লীর এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উওরণ ফাউন্ডেশন।
বুধবার বেলা ১১টায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নে ৫৫০ বেদে পরিবার ও সদরের মিরকাদিম পৌরসভার কমলাঘাট এলাকায় ৪৫০ বেদে পল্লীতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা পুলিশের আয়োজনে উত্তরণ ফাউন্ডেশনের বাস্তবায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি চাল, ৫ কেজি আলু , ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পেঁয়াজ দেয়া হয়।
জেলা পুলিশ সুপার আব্দুল মোমেনের সভাপতিত্বে স্থানীয় বেদেদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জিহাদ উল কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জায়েদুল আলম।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমকেএইচ