ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরের পুলিশ নিজের রেশন বিলিয়ে দিচ্ছে অনাহারের মাঝে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০১ এপ্রিল ২০২০

গাজীপুর জেলা পুলিশ সদস্যদের এক মাসের রেশনের খাদ্যসামগ্রী জেলার হতদরিদ্র-দিনমজুর মানুষের মাঝে বিতরণ করছে।

এসব খাবার জেলার হতদরিদ্র ও দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

এ সময়ে তাদেরকে এ দুর্যোগ মোকাবিলায় বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

jagonews24

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, প্রায় দুই হাজার পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হবে। এসব সামগ্রী দিয়ে ওই পরিবারগুলো ১০ দিন পর্যন্ত খেতে পারবে।

বুধবার থেকে গাজীপুরের পাঁচটি উপজেলায় এক যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমকেএইচ